ভারতীয় ফুটবলের নতুন সভাপতি বাংলার প্রাক্তন ফুটবলার ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। শুক্রবার দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভোটে ৩৩-১ ব্যবধানে ভারতীয় ফুটবলের আর এক প্রাক্তন ভাইচুং ভুটিয়াকে হারালেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। প্রিয়রঞ্জন দাশমুন্সির পর দ্বিতীয় বাঙালি হিসাবে ভারতীয় ফুটবলের তাজ মাথায় উঠল কল্যাণের।
এই নির্বাচনের শুরু থেকেই এগিয়ে ছিলেন কল্যাণ। গুজরাত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সমর্থন পেয়েছিলেন অধিকাংশ ফুটবল সংস্থার। তাই এই ফল কার্যত প্রত্যাশিত ছিল বলেই দাবি ওয়াকিবহাল মহলের। আর এখানে ভাইচুংকে কার্যত উড়িয়ে দিলেন বাংলার বিজেপি নেতা কল্যাণ।
ভারতের প্রাক্তন অধিনায়ককে তাঁর নিজের রাজ্য সংস্থা সিকিমই সমর্থন করেনি। তিনি লড়েছেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার হয়ে। সমর্থন করেছিল রাজস্থান ফুটবল সংস্থা।
ভাইচুংকে নির্বাচনে জিততে গেলে অসাধ্যসাধন করতে হত। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন ভাবে সমর্থন আদায় করার চেষ্টা করেছেন। উত্তর-পূর্বের রাজ্যগুলিকে আবেদন করেছিলেন তাঁর পাশে দাঁড়ানোর জন্য। সেই আবেদন কাজে দিল না। অন্তত এ বারের মতো ভারতীয় ফুটবলের মসনদে বসার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে ভাইচুংয়ের কাছে।