কোন দিকে গড়াবে ভারতীয় ফুটবল। তা ঠিক করতেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। সঙ্গে ছিলেন ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের স্বার্থে ফিফা সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন এআইএফএফের দুই শীর্ষ কর্তা।
ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ফিফা দফতরে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ। নির্বাসন কাটার পর ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। দ্রুত ভারতে আসারও আশ্বাস দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। তবে তার আগে বেশ কিছু প্রকল্প শুরু করতে চায় ভারতীয় ফুটবল ফেডারেশন।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এই অভিযোগ গত ১৬ অগাস্টের ভোররাতে ভারতীয় ফুটবলকে সাময়িক বরখাস্ত করেছিল ফিফা। এরপর গত ২৬ সেপ্টেম্বর রাতে নির্বাসন তুলে নেয় ফিফা। নতুন করে নির্বাচন হওয়ার পর ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে। তারপরই ফিফা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। ফিফার সহযোগিতায় ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ফিফা।