মেঘালয়কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সন্তোষ ট্রফি জয় কর্নাটকের। শনিবার রাতে সৌদি আরবের রিয়াধে ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ছিল। ৫৪ বছর ট্রফি জয় কর্নাটকের।
কর্নাটকের হয়ে ম্যাচের ২ মিনিটে ফ্রি-কিকে গোল করেন সুনীল কুমার। ১৯ মিনিটে গোল করেন বেকে ওরাম। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল ওরামের। ১৯৭৫-৭৬ মরশুমের পর এবার প্রথম সন্তোষ ট্রফি ফাইনালে উঠেছিল কর্নাটক।
এবার ফাইনালে উঠতে পারেনি বাংলা ও কেরল। যার ফলে সৌদিতে টুর্নামেন্ট করে বেশ ফাঁপরেই পড়েছে এআইএফএফ। টিকিটও তেমন বিক্রি হয়নি। ৬০ হাজার দর্শকাসন ফাহাদ স্টেডিয়ামে। ফাইনালও কার্যত ফাঁকাই ছিল স্টেডিয়াম।