করিম বেঞ্জেমার (Karim Benzema) দুরন্ত হ্যাট্রিকে ভর করে উয়েফা (UEFA Champions League) চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি (Messi) সমৃদ্ধ পিএসজি-কে (PSG) ৩-১ গোলে হারিয়ে দিল রিয়েল মাদ্রিদ (Real Madrud)। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বেঞ্জেমারা।
প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলে পিএসজি। ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) গোলে এগিয়ে যায় ফরাসী দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলতে থাকে রিয়াল। ৬১ মিনিটে মাদ্রিদের গোলকিপারের ভুলে সমতা ফেরান বেঞ্জেমা।
আরও পড়ুন: India football : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে বেলারুশ, ফুটবল মাঠে বয়কট ভারতের
৭৬ মিনিটে আবারও গোল করেন বেঞ্জেমা। উচ্ছাসে ফেটে পড়ে সান্তিয়াগো স্টেডিয়াম। দু মিনিট পরেই আবারও গোল! বেঞ্জেমার হ্যাট্রিকে ভর করে শেষ আটে পৌঁছে গেল ১৩ বারের চ্যাম্পিয়নরা।