ওস্তাদের মার শেষ রাতে। শেষ কয়েকমিনিটে খেলা ঘুরিয়ে আইএসএলের উদ্বোধনী ম্যাচ জিতে নিল কেরল ব্লাস্টার্স। নতুন মরশুমের প্রথম ম্যাচে ১-৩ ব্যবধানে হার ইস্টবেঙ্গলের।
কোচ স্টিভেন কনস্ট্যানটাইন মরশুম শুরুর আগেই বলেছিলেন, দল এবার প্লে-অফে গেলে অলৌকিক হবে। প্রথম ম্যাচে হেরে কোচের কথারই যেন প্রতিফলন ঘটাল লাল-হলুদ। ৭২ মিনিটে কেরলের হয়ে প্রথম গোল করেন আদ্রিয়ান লুনা। এরপর ৮২ মিনিটে ইভান কালিউঝিনি দ্বিতীয় গোল করে এগিয়ে দেন কেরলকে। ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ও একমাত্র গোল করেন অ্যালেক্স লিমা। কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করে কেরল ব্লাস্টার্সকে ফের এগিয়ে দেন কালিউঝিনি।
এদিন প্রথমার্ধ জুড়েই দাপিয়ে খেলে কেরল ব্লাস্টার্স। ২৬ মিনিটে দুই দল হঠাৎ করেই ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দল। ইভানের উাইনে নিয়ে গণ্ডগোল হয়। দুই টিমের প্লেয়ারদের মধ্যে সামান্য বচসা হয়। প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়। দ্বিতীয়ার্ধে কমলজিৎ সিংয়ের বেশ কিছু সেভ টিমকে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচায়।