আইএসএল-এ হারের হ্যাটট্রিক করল মোহনবাগান । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-০ গোলে হারল সবুজ-মেরুন । ইয়েলো আর্মির বিরুদ্ধে কোনও গোলই করতে পারল না ফেরান্দো ব্রিগেড । মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও শূন্য হাতে ফিরতে হল মোহনবাগানকে ।
প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল কেরালা ব্লাস্টার্স । সেই তুলনায় মোহনবাগনাকে কিছুটা নড়বড়ে লেগেছে । ম্যাচের ৯ মিনিটে গোল করেন কেরালার দিমিত্রস । দ্বিতীয়ার্ধে মোহনবাগান চেষ্টা করে গিয়েছে আক্রমণ করার কিন্তু কাজে আসেনি। সেভাবে সুযোগই তৈরি হয়নি ।
দলের হারের জন্য চোটকে দায়ী করেছেন কোচ ফেরান্দো । কিন্তু এর আগে এএফসি কাপ থেকে ছিটকে গিয়েছিল মোহনবাগান । তার উপর আইএসএল-এ পরপর তিন ম্যাচে হার । আর সেখানেই কোচ ফেরান্দোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে বারবার ।