টানা ১১ ম্যাচ জিতলেও এটিকে মোহনবাগানকে(ATK Mouhunbagan) থামতে হল কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) কাছে। এটিকে মোহনবাগান(ATKMB) বনাম কেরালা ব্লাস্টার্সের(KB) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে কেরালা ব্লাস্টার্স(KB)। ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় গোল করে কেরালাকে এগিয়ে দেন লুনা(Luna)। ঠিক তার এক মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন সবুজ-মেরুনের ডেভিড উইলিয়ামস(David Williams)। টানটান ম্যাচে প্রাণপণ লড়াই করে দু'পক্ষ। ম্যাচের হাফ টাইম পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ। কিন্তু তারপর খেলা শুরু হতেই ৬৪ মিনিটের মাথায় গোল করে কেরালাকে আবার এগিয়ে দেন সেই লুনা(Luna) এরপর নির্ধারিত সময় অনুযায়ী কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters) এগিয়ে থাকে ২-১ গোলে।
অতিরিক্ত সময়ে, হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হয়নি। মোহনবাগান(ATKMB) জিততে না পারলেও জয় আটকে দেয় কেরালার(KB)। অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান এটিকে মোহনবাগানের জনি কাউকো(Joni Kauko)। কেরালা বা মোহনবাগান কোন দল জিততে না পারলেও শনিবারে উপহার দিল এক অনবদ্য ফুটবল। সাক্ষী থাকলেন দর্শকরা।