প্লে-অফের প্রথম ম্যাচেই তুমুল বিতর্কে আইএসএল (Indian Super League)। এক্সট্রা টাইমে ফ্রি কিক পায় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এরপরই নির্ধারিত সময়ের আগেই দল তুলে নেওয়ার সিদ্ধান্ত কেরল ব্লাস্টার্সের (Keral Blasters FC)। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই শট নেন সুনীল এই নিয়েই ক্ষুব্ধ কেরলের ফুটবলাররা। এই ঘটনায় উত্তেজনা কান্তিরাভা স্টেডিয়ামে।
আইএসএলের ইতিহাসে এমন ঘটনা প্রথম। ৯৭ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। একস্ট্রা টাইমে সুনীল ছেত্রীর ফ্রি-কিক নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। অগ্নিগর্ভ হয়ে ওঠে কান্তিভারা স্টেডিয়াম। রেফারি ক্রিস্টাল জনকে ঘিরে ধরে প্রতিবাদ করেন কেরল ব্লাস্টার্সের ফুটবলাররা। গোলের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় কোচ ইভান ভুকোমানভিচ ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। যদিও এই বিতর্কিত গোলে জিতেই সেমিফাইনালে উঠে গেল বেঙ্গালুরু এফসি। ছিটকে গেল কেরল ব্লাস্টার্স।
আরও পড়ুন: ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রীও এই ঘটনায় বিষ্মিত। দলের জয়ের পর জানান, ২২ বছরের কেরিয়ারে এমন ঘটনা তিনি দেখেননি। দলকে গোল করে সেমিফাইনালে তোলায় খুশি সুনীল। কিন্তু কেরল ব্লাস্টার্সের সিদ্ধান্ত কাঁটা হয়ে বিঁধে রইল বেঙ্গালুরু এফসির।