মেঘালয়(Meghalaya), মণিপুরের(Manipur) মতো বড় হার্ডল টপকেও সেই করলে এসেই ধাক্কা খেল বাংলার সন্তোষ ট্রফি(Santosh Trophy 2022) জয়ের স্বপ্ন। সোমবার বাংলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ঘরের মাঠে ট্রফি জিতল কেরল(Kerala)।
ম্যাচের ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের শুরুতেই সুজয় পন্ডিতের ক্রস থেকে হেডে গোল করে বাংলাকে(Bengal Football Team) এগিয়ে দেন দিলীপ ওঁরাও। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে কেরল। অজয়নের গোলে সমতা ফেরায় কেরল(Kerala Football Team)। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
শুট আউটেও বাংলাকে(Bengal Football Team) এগিয়ে দেন সেই দিলীপ। কিন্তু সজল বাগের শট বাইরে যেতেই সন্তোষ ট্রফিও হাতছাড়া হয় বাংলার। ১৯৯৩ সালের পর ঘরের মাঠে ফের ভারতসেরা হল কেরল(Kerala)।