আইএসএলে (ISL 2022) ডার্বিতে (Kolkata Derby) কোনও রং পরিবর্তন হল না। এই মরশুমেও ফিরতে বড় ম্যাচে প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) তিন-এক গোলে উড়িয়ে দিয়ে লিগ টেবলের চার নম্বরে উঠে এল এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের নায়ক ২১ বছরের এক যুবক। নাম কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। তাঁর হ্যাটট্রিকেই ফতোদরা স্টেডিয়ামে শনিবাসরীয় ডার্বিতে হার মানতে হল এসসি ইস্টবেঙ্গলকে।
রয় কৃষ্ণাকে (Roy Krishna) রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজিয়ে ছিলেন সবুজ-মেরুনের স্প্যানিস কোচ ফেরেন্দো (Juan Ferrendo)। উল্টো দিকে প্রায় পূর্ণ শক্তিতেই এদিন মাঠে নেমেছিল মারিও রিভেরার ইস্টবেঙ্গল। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্যারেন সিডলের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। কিন্তু এই চমক বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪ মিনিটে কিয়ানের গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন।
আরও পড়ুন: গোয়ার মাঠে আজ বছরের প্রথম কলকাতা ডার্বি, এগিয়ে মোহনবাগান, তৈরি ইস্টবেঙ্গলও
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর ১-১। এখান থেকেই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সবুজ-মেরুনের প্রাক্তন কোচ কিবু ভিকুনার আবিষ্কার কিয়ান নাসিরি। যিনি প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির ছেলে। ৯৩ ও ৯৪ মিনিটে পর পর দুটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক করেন কিয়ান।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে এটিকে-মোহনবাগান।