শনিবার আইএসএলের ডার্বিতে আলাদা উন্মাদনা ছিল। ম্যাচের প্রথম ৩ মিনিটের মধ্যে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অজয় ছেত্রী। নিশুর পাস থেকে বল পান মহেশ। ক্রস থেকে সহজেই বাগানের রক্ষণকে ভেঙে দেন তিনি। ১৭ মিনিটে গোল করেন মোহনবাগানের সাদিকু। ৪০ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন সাদিকু। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মহেশকে ধাক্কা মারেন দীপক টাংরি। সুযোগ ছাড়েননি অধিনায়ক ক্লেটন সিলভা। গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৮৬ মিনিটে গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। মনবীরের ক্রস থেকে কোনও ভুল করেননি তিনি। গোল করে সমতা ফেরান। ম্যাচের সেরা প্লেয়ারও হন তিনি।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন কোচ অ্যান্তেনিও হাবাস। কার্লেস কুয়াদ্রাতের জাদুমন্ত্রে এই ইস্টবেঙ্গল যেন খোঁচা খাওয়া বাঘ। ৯০ মিনিট দাপুটে পারফরম্যান্স করল লাল-হলুদ ব্রিগেড। পাল্টা তবুও শেষ রক্ষা হল না। ড্রয়েই শেষ হল ম্যাচ।