শনিবার ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ডার্বি। রণডঙ্কা বাজছে। যুবভারতীতে প্রায় ৫০-৫৫ হাজার সমর্থক হাজির থাকবেন। রাত সাড়ে ৯টার পরে খেলা শেষ। বাড়ি ফেরার জন্য কী ব্যবস্থা থাকছে।
সুপার কাপ জয়ের পর এই ম্যাচ জেতার আগ্রহ অনেকটাই বেশি ইস্টবেঙ্গল সমর্থকদের। তবে ম্যাচের আয়োজন মোহনবাগান ক্লাব। ফুটবলপ্রেমীরা যাতে ঠিকঠাক ভাবে বাড়ি ফিরতে পারেন, তাই পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে রাজ্যের পরিবহণ দফতর। জানিয়েছেন বাগান কর্তারা। স্টেডিয়ামের প্রত্যেক গেটে বাস থাকবে। দক্ষিণেশ্বর, গড়িয়া, বারাসত, এয়ারপোর্ট সহ একাধিক রুটে বাস যাবে।
মোহনবাগান জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে মেট্রোর ইস্ট-ওয়েস্ট রুটে বাড়তি তিনটি ট্রেন চালানো হবে। যদিও মেট্রোর পক্ষ থেকে কোনও বাড়তি ট্রেন নিয়ে কিছু জানানো হয়নি।