কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে কলকাতার দুই প্রধান। সোমবার ফেডারশন গ্রুপ বিন্যাস করে। তাতে দেখা যায়, গ্রুপ এ-তেই আছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ কলিঙ্গ সুপার কাপের গ্রুপেই ডার্বি ম্যাচ হবে।
৯ জানুয়ারি থেকে কলিঙ্গ সুপার কাপে মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। ২৪ ডিসেম্বর পর্যন্ত যে টিম আই লিগের প্রথম চারে থাকবে, তারা সরাসরি সুপার কাপে অংশগ্রহণ করবে। গ্রুপ-এ-তে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়াও আছে হায়দরাবাদ এফসি। মহমেডান যদি প্রথমে উঠে আসে, এই গ্রুপে পড়বে তারাও।
গ্রুপ বি-তে আছে কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি। গ্রুপ সি-তে আছে মুম্বই সিটি এফসি, চেন্নায়িন এফসি, পঞ্জাব এফসি। গ্রুপ ডি-তে আছে গোয়া এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি।