প্যারিস সাঁ জাঁ-এর সর্বকালের সেরা স্কোরার হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। ফরাসি লিগা ওয়ানে শনিবার রাতে ইনজুরি টাইমে একটি গোল করেন তিনি। দলের হয়ে ২০১টি গোল তাঁর। পেরিয়ে গেলেন এডিনসন কাভানিকে।
শনিবার লিগা ওয়ানের ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে নান্টেসকে হারায় পিএসজি। ১২ মিনিটো গোল করেন লিওনেল মেসি। ১৭ মিনিটে নিজ গোল করায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। ৬০ মিনিটে তৃতীয় গোল করেন ড্যানিলো পেরেরা। ইনজুরি টাইমে গোল পান এমবাপে।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ১-০ গোলে প্রথম লেগে হেরে পিছিয় আছে প্যারিস সাঁ জাঁ।লিগা ওয়ানে ২৬টি ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট তুলে নিয়েছে পিএসজি। এই ম্যাচের তিন পয়েন্টও সাহায্য করবে দলকে।