বায়ার্ন মিউনিখের ম্যাচে নেই পিএসজির(PSG) তারকা স্ট্রাইকার কিলিয়ন এমবাপে(Kylian Mbappe)। উরুর চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না এই ফরাসি ফুটবলার। এই ঘটনায় যথেষ্ট চাপে রয়েছে প্যারিস সঁ জারমঁ শিবির। বায়ার্নের বিরুদ্ধে এই কঠিন ম্যাচে কাতার বিশ্বকাপের(Qatar Football World Cup 2022) সর্বোচ্চ গোলদাতাকে পাবে না পিএসজি। এমবাপের পাশাপাশিই অনিশ্চিত আরেক ফুটবলার ফুটবলার সার্জিয়ো র্যামোস। তবে ফরাসি গোলমেশিনের না থাকাই বেশি ভাবাচ্ছে লিয়োনেল মেসিদের(Lionel Messi)।
টিম সূত্রে খবর, চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন ২৩ বছরের ফরাসি স্ট্রাইকার(Kylian Mbappe)। বিশ্বকাপের পর এবার ক্লাব ফুটবলেও কার্যত 'অপ্রতিরোধ্য' হয়ে উঠেছেন তিনি। ফলে বায়ার্ন ম্যাচে তাঁর না থাকা যথেষ্ট চাপে রেখেছে পিএসজিকে(PSG on Kylian Mbappe)।
জানা গিয়েছে, লিগ ওয়ানের শেষ ম্যাচে মঁপেইয়ের বিরুদ্ধে উরুতে চোট পান এমবাপে(Mbappe)। নিজে উঠে দাঁড়ালেও ম্যাচের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন এই ফরাসি স্ট্রাইকার।