গতমাসে পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। পিএসজি সমর্থকরা মেসিকে কোনও দিনই দলে চাননি। বিদায়ি ম্যাচ খেলতে নেমেও কটূক্তির শিকার হতে হয়। এবার এই নিয়ে মুখ খুললেন পিএসজির অন্যতম তারকা কিলিয়ান এমবাপে।
ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যান লিওনেল মেসি। এই সিদ্ধান্তে তাঁকে সাসপেন্ড করে ক্লাব। তার এক সপ্তাহের মধ্যেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। ইতালির এক সংবাদমাধ্যমে কিলিয়ান এমবাপে জানিয়েছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কথা হচ্ছে। মেসির মতো কোনও তারকা যখন ছেড়ে চলে যান, সেটা কখনও ভাল খবর হতে পারে না।
আরও পড়ুন: লক্ষ্মীবারে স্বস্তি, কলকাতায় দাম কমল সোনার, রুপোর দাম অপরিবর্তিত
পিএসজি ছেড়ে মেজর শকার লিগের ইন্টার মিয়ামি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এমবাপে বলেন, "আমি ব্যক্তিগতভাবে কোনও দিন বুঝতেই পারিনি, মেসির ক্লাব ছাড়়ার বিষয়ে এত মানুষ কেন স্বস্তি পেয়েছিল। মেসির তো সব সময়ই সম্মান পাওয়া উচিত। ফ্রান্সে সেই সম্মানটাই পায়নি মেসি। এটা লজ্জার, যেভাবে মেসি বিদায় নিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে, তা ক্লাব ঠিক করবে।"