ক্যাপ্টেন এমবাপে ! আন্তর্জাতিক ফুটবলে নতুন ভূমিকায় ফরাসি ফুটবলার। শুক্রবার ইউরোর যোগত্যার ম্যাচে নেদারল্যান্ডসকে চার শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের। ম্যাচ শেষে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, ভূমিকা পালটে দিলেও এমবাপে আটকানো যাবে না। তার প্রমাণ হল নেদারল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন হুগো লরিস। তাঁর পরিবর্তে ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক করা হয়েছে এমবাপে। নেদারল্যান্ডস ছিল তাঁর প্রথম চ্যালেঞ্জ। সেই ম্যাচে দাপট দেখালেন ফরাসিরা। ম্যাচের শুরুতে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। আট মিনিটে ব্যবধান বাড়ান উপামেকানো। এরপর ২১ এবং ৮৮ মিনিটে ম্যাজিক এমবাপের।
ম্যাচ শেষে দেশঁ জানিয়েছেন, প্রথমে একটু টেনশনে ছিলেন। কারণ, নতুন ভূমিকা এমবাপের উপর যেন চাপ তৈরি করতে না পারে। কিন্তু ৯০ মিনিট পর এমবাপে প্রমাণ করেছেন আন্তর্জাতিক ফুটবলের সব চাপ নিতে তিনি তৈরি।