'আমরা ফিরে আসব'। বিশ্বকাপ(Qatar World Cup 2022) ফাইনালে হারের প্রায় ১৭ ঘণ্টা পর মুখ খুললেন কিলিয়ন এমবাপে(Kylian Embappe)। সোমবার মাত্র তিনটি শব্দে নিজের প্রতিক্রিয়া জানান এই ফরাসি গোলমেশিন। কিলিয়ন এমবাপে যেন ১৬ বছর আগের জিনেদিন জিদান। বিশ্বকাপের মঞ্চে হ্যাট্রিকের রেকর্ড। টুর্ণামেন্টে মোট ৮টি গোল। কিন্তু তারপরেও মাথা নীচু করে ছাড়তে হয়েছে বিশ্বকাপের মঞ্চ। তবে এমবাপের এই বার্তায় উজ্জীবিত ফ্রান্সের(France vs Argentina) সমর্থকরা। অনেকেই মনে করছেন, পরের বিশ্বকাপের জন্য এখন থেকে তৈরি হচ্ছেন এমবাপে। তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে এদিন।
ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, আরও অন্তত তিনটি বিশ্বকাপে খেলতে পারবেন এমবাপে। ফলে তিনি আরও একাধিক নজির গড়তে পারেন বলেই তাঁদের আশা। কারণ নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সেরার তালিকায় ঢুকে পড়লেন এমবাপে(Kylian Embappe)।
এবারের টুর্ণামেণ্টে ৮টি গোল করে গোল্ডেন বুট জয় এমবাপের। কিন্তু এই নজির গড়ার রাতেই হারতে হয় বিশ্বকাপ(Qatar Football World Cup 2022)। টানা দুবার বিশ্বজয়ের সাক্ষী থাকতে পারলেন না তিনি। এর আগে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের(England in Qatar Football World Cup 2022) ফুটবলার জিওফ হার্সট। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে এই রেকর্ড গড়েন তিনি। ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে।