ছোটবেলার স্বপ্নপূরণ। ২৫ বছর বয়সে এসে নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরানো ক্লাবে যোগ দিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। মঙ্গলবার তাঁর স্বপ্নের স্টেডিয়ামে স্যান্তিয়াগো বের্নাবেউতে ৮৫ হাজার সমর্থকের সামনে সরকারি ভাবে রিয়ালের ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।
এমবাপে নিজেই জানিয়েছিলেন ছোট বেলা থেকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতেন তিনি। প্রায় এক দশক আগে জিদানের ডাকে ট্রেনিং করতে এসেছিলেন এই ক্লাপে। তাঁর আইডল রোনাল্ডোর সঙ্গে ছবিও তুলেছিলেন। তারপর থেকেই এই ক্লাবে খেলাই ছিল তাঁর লক্ষ্য। অবশেষে গত মরশুমে তিনি প্যারিস সঁ জরমঁ ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপরেই গুঞ্জন ওঠে মাদ্রিদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন এমবাপে।
অবশেষে মঙ্গলবার এল সেই মাহেন্দ্রক্ষণ। স্যান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে ৯ নম্বর জার্সি গায়ে প্রবেশ করলে এমবাপে। তখন চারিদিকে একটাই ধনি এমবাপে, এমবাপে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষ হতেই উপস্থিত সকলকে 'শুভ সকাল' জানিয়ে কথা শুরু করলেন তিনি। একে একে সকলকে ধন্যবাদ জানান তিনি। এরপর তিনি জানিয়ে দিলেন, আগামিদিনে তাঁর একটাই লক্ষ্য এই ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করা।