পুজোর কলকাতায় তিনি বিশেষ অতিথি। এই খবর আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু কলকাতায় এসে তিনি কী করবেন, তা নিজের ফেসবুকে এবার খোলসা করলেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো।
পুজো শুরু হোক সাম্বা ম্যাজিক দিয়ে, এই বার্তা দিয়ে তিনি লিখেছেন, ফুটবল পাগল এই শহরে এসে তিনি ক্রিকেট খেলতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর ব্রাজিলের জার্সি উপহার দিতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ঘুরবেন পুজোর মণ্ডপে।
আরও পড়ুন : পুজোর আগেই বিশেষ উপহার ফুটবলপ্রেমীদের জন্য, কলকাতায় আসতে পারেন রোনাল্ডিনহো
তা পুজো দেখতে কোথায় যাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার ? তালিকা বেশ দীর্ঘ। তাতেও জানা গিয়েছে রোনাল্ডিনহো কলকাতায় এসে পুজো দেখবেন, শ্রীভূমি স্পোর্টি, আহিরীটোলা যুবক বৃন্দ।
এছাড়াও যাবেন জেলার বেশ কয়েকটি মণ্ডপে। এরমধ্যে তালিকায় থাকা হুগলি রিষড়া এই সফরের উদ্যোক্তা শতুদ্র দত্তের নিজের পাড়া।
কলকাতা এসে কী শুধু ঠাকুর দেখবেন রোনাল্ডিনহো ? না একটি প্রীতি ম্যাচ খেলার কথাও রয়েছে তাঁর। এবার তিনি ম্যাচ খেলবেন ডায়মন্ড হারবারের মাঠে। এই ক্লাবের প্রধান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।