নতুন বছরে নয়া কোচের নাম ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের (East Bengal)। প্রধান কোচের দায়িত্ব নিলেন মারিও রিভেরা (Mario Rivera)। খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি যায় ম্যানুয়েল দিয়াজের (Manuel Diaz)। অস্থায়ী কোচ হিসেবে নিযুক্ত হন রেনেডি সিং (Renedy Singh)। শনিবার নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল।
আইএসএলের (ISL) প্রথম পর্বে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ঘোষণা করা হয়, দায়িত্ব ছাড়ছেন ম্যানুয়েল দিয়াজ। আই লিগে (I-League) দুবছর আগে ইস্টবেঙ্গলকে দুই নম্বরে তুলেছিলেন আলেজান্দ্রো মেনেন্দেজ। তাঁর সহকারী ছিলেন মারিও রিভেরা। তাই পরবর্তী কোচ হিসেবে নাম উঠে এসেছিল রিভেরার।
মাত্র চার পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে আছে ইস্টবেঙ্গল। অনুরাগীদের প্রত্যাশা, রিভেরা আসার পর দ্বিতীয় পর্বে ভালো খেলে কামব্যাক করবে লাল-হলুদ।