অবশেষে কি পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন লিও মেসি। সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বার্সেলোনা এসেছেন এলএম টেন। কিন্তু সেখানেই তাঁর সঙ্গে এনেছেন মোট ১৫টি স্যুটকেস। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই তাঁর পিএসজি ছাড়ার জল্পনা বেড়েছে। অন্যদিকে, মেসিকে ফিরে পেতে তাঁরা মরিয়া, তা আগেই জানিয়েছে বার্সা।
জানা গিয়েছে, সম্প্রতি বার্সেলোনা বিমানবন্দরে পরিবারসহ মেসিকে দেখা যায়। প্রাইভেট ফ্লাইটে করে মেসি বার্সায় নামেন বলে খবর। তবে মেসিকে নিয়ে মুখে কুলুপ এঁটেছে বার্সেলোনা-পিএসজি দু'পক্ষই।