প্রাক্তন ক্লাব প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এক সাক্ষাৎকারে মেসি জানান, আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের সদস্য হিসেবে, তাঁকে সংবর্ধনা দেয়নি ক্লাব।
বিশ্বকাপ জিতে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে (PSG) ফিরেছিলেন মেসি। ওই সাক্ষাৎকারে মেসি জানান, মেসিকে সেভাবে স্বাগত জানায়নি বিখ্যাত ক্লাব। মেসির অভিযোগ, "প্যারিসে থাকা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। যে দেশকে হারিয়েছি, সেই দেশের ক্লাবেই খেলেছি। এটা বুঝতে পেরেছি।" কিন্তু এমবাপের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভাল, সে কথাও স্বীকার করেছেন মেসি।
আরও পড়ুন: শনিবার আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, পঞ্জাবের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ফেরান্দো ব্রিগেড
বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এই ক্লাবে একের পর এক গোলও পেয়েছেন তিনি।