ক্লাব ফুটবলে আবার কী প্যারিস থেকে বার্সেলোনায় ? মরশুমের মাঝপথে লিওনেল মেসিকে নিয়ে এবার জল্পনা উসকে দিলেন প্যারি সাঁজা-র সহকারি কোচ লুইস কাম্পোস। ফরাসি এক পত্রিকাকে তিনি জানিয়েছেন, মেসিকে তাঁরা ধরে রাখার চেষ্টা করবেন। কিন্তু মেসি থাকবেন কীনা, সেই ব্যাপারে তাঁরা কথা দিতে পাচ্ছেন না। কারণ, মেসির সঙ্গে ইতিমধ্যেই নাকি তাঁর পুরনো ক্লাব বার্সিলোনার কথা শুরু হয়ে গিয়েছে। দিন কয়েক আগেই বার্সা কোচ হাভি জানিয়েছেন, মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা।
স্পেন থেকে ফ্রান্সে আসার আগেই মেসি ঘোষণা করেছিল, তিনি যেখানেই থাকুন না কেন অবসরের বছরটা তিনি বার্সেলোনাতেই কাটাতে চান। শুধু একদা তাঁর সতীর্থ এবং বর্তমানে বার্সার কোচ হাভিই নন, গোটা ক্লাব চাইছে তাদের ছেলে এবার ঘরে ফিরুক। এই পরিস্থিতিতে কাম্পোস জানিয়েছেন, তাঁরা মেসিকে ভীষণ ভাবে চান। পরের মরশুমের জন্য প্রাথমিক কথাও শুরু হয়েছে। কিন্তু বাকিটা এবার মেসির হাতে।
মেসিকে নিয়ে যখন নতুন স্বপ্ন দেখছে স্পেন, তখন এবার সৌদি আরব থেকে রোনাল্ডোর বিদায় চাইছেন আল-নাসেরে তাঁরই এক সতীর্থ। ওই ফুটবলারের অভিযোগ, রোনাল্ডোর জন্য তাঁদের কাজ আরও কঠিন হয়ে গিয়েছে। কারণ, প্রতিপক্ষ দলগুলি দুশো শতাংশ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আল-নাসেরকে হারানোর জন্য।