ফের নয়া রেকর্ড আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির। একই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট এবং একটি গোল করেছেন লিও। আর তাঁর জাদুতেই মেজর লিগ সকারে পিছিয়ে পড়েও ৬-২ গোলে ম্যাচ জিতল ইন্টার মিয়ামি।
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। কিন্তু ম্যাচ শুরুর মাত্র ৩০ মিনিটেই পিছিয়ে পড়ে মিয়ামি। কিন্তু হাল ছাড়েনি মিয়ামি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে ইন্টার মিয়ামি। সৌজন্যে বিশ্বজয়ী লিওনেল মেসি।
আরও পড়ুন - হারের পর কি কোচ থাকবেন হাবাস? কী জানালেন সবুজ-মেরুন কোচ?
এদিনের ম্যাচে একাই পাঁচটি গোলের অ্যাসিস্ট করেন মেসি। হ্যাটট্রিক করেন সুয়ারেজ। মেসিও একটি গোল করেন। বাকি দুটি গোল করেন মাতিয়াস রোহাস। এরপরেই নিউ ইয়র্ক রেড বুলসকে হারিয়ে সহজ জয় আসে ইন্টার মিয়ামিতে।