রবিবার লুসাইল স্টেডিয়ামে মাঠে নামছেন লিও মেসি। শনিবার নিজেই একথা জানালেন আর্জেন্টিনার অধিনায়ক। নিজের ফেসবুকে মেসি জানিয়েছেন, তিনি তৈরি। এর বাইরে কোনও বাক্য খরচ করেননি তিনি। গত কয়েকদিন ধরেই তাঁর চোট নিয়ে উদ্বেগ বাড়ছিল। শুক্রবারও আর্জেন্টিনা দল থেকে দাবি করা হয়েছিল, মেসিকে ফিট করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে মেসির ঘোষণায় স্বস্তিতে আপামর আর্জেন্টিনার সমর্থকরা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, তা নিয়েই খেলেছিলেন ৯০ মিনিট। ফাইনালের আগে সেই চোট নিয়ে তৈরি হয় যাবতীয় উদ্বেগ। সবাইকে আশ্বস্ত করে মেসি জানালেন, তিনি তৈরি, খেলছেন।
এটা তাঁর শেষ বিশ্বকাপ। কোনও সন্দেহ নেই বিশ্বকাপ ফাইনাল খেলতে কতটা মরিয়া মেসি। গত দু দিন অনুশীলন করেননি দলের সঙ্গে। বিশ্রাম নিয়েছেন। সেই বিশ্রাম নিয়েই ফিট হয়েছেন। তাঁর এই ঘোষণায় দল তো বটেই, স্বস্বিতে বিশ্ব ফুটবলের প্রাক্তনরা। ইয়ুরগেন ক্লিন্সম্যান ইতিমধ্যেই বলেছিলেন, ফাইনালে যদি মেসি না খেলেন, তিনি টেলিভিশন বন্ধ করে রাখবেন। কারণ, তিনি মারাদোনার বিরুদ্ধে খেলেছেন। আর মেসিকে মাঠের বাইরে থেকে দেখছেন।
তা-হলে এখন শুধু মাঠে নামার অপেক্ষা। লুসাইলের সঙ্গে ফুটবল দুনিয়া তাকিয়ে আছে, রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় টানেল দিয়ে বেরিয়ে আসছেন লিওনেল আদ্রেয়াস মেসি। আর গর্জন উঠছে গোটা বিশ্বে।