বিশ্বকাপকে জড়িয়ে ঘুমোচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফিরে তাঁর এই ছবি পোস্ট হতেই ভাইরাল। মঙ্গলবার মধ্যরাতে রোম থেকে বুয়েন্স আয়ার্স ফিরছে আর্জেন্টিনা দল। বাড়ি ফিরে বিশ্বকাপ নিয়েই শুয়ে পড়েছিলেন অধিনায়ক মেসি। কাতার থেকে জেতা এই বিশ্বকাপ যে কত প্রিয় তা বোঝা গিয়েছে তিনটি ছবি পোস্ট হতেই। একটি ছবিতে দেখা যাচ্ছে, কাপ হাতে ঘুমোচ্ছেন মেসি। দ্বিতীয় ছবিতে কাপ হাতেই সকালের চা খাচ্ছেন। আর একটি ছবিতে কাপকে জড়িয়ে বিছানায় বসে মেসি। আর তাতেই আপ্লুত মেসি ভক্তরা।
এর আগে, বিশ্বকাপ জিতে দেশে ফেরে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের বাইরের রাস্তায় হাজির হয়েছিলেন কাতারে কাতারে মানুষ।
মঙ্গলবার ভোররাতে রোম থেকে মেসিদের বিমান নামে বুয়েন্স আয়ার্সের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে। আগে থেকেই বিমানবন্দরে এবং তার বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সূত্রের খবর, ১ লক্ষ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানের অবতরণের দিকে নজর রেখেছিল। কারণ আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল গোটা দেশ।