রবিবার বিশ্বকাপের (Fifa world cup final 2022) ফাইনাল ম্যাচ । একইসঙ্গে এটাই মেসির শেষ বিশ্বকাপ । তাই, ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা বাড়ছে মেসি অনুরাগীদের মধ্যে । হাতে বেশি সময় নেই । ফাইনাল ম্যাচের আগে দেদার হারে বিক্রি হচ্ছে লিও-র ১০ নম্বর লেখা নীল-সাদা জার্সি (Messi Jersey) । এমনকী, চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছে জার্সি প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস (Adidas) । ইতিমধ্যেই নাকি সোল্ড আউট এলএম টেন জার্সি ।
জানা গিয়েছে, ,মেসির জার্সির চাহিদা বুয়েন্স আয়ার্স থেকে মুম্বই, কলকাতা...বিশ্বের সর্বত্র । অ্যাডিডাস মেসির ১০ নম্বর ও নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । অর্ডার দিতে গেলেই দেখাচ্ছে সোল্ড আউট । লার্জ, মিডিয়াম, স্মল...সব সাইজের জার্সি আউট অফ স্টক । চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছে না অ্যাডিডাস । তারা জানিয়েছে, এত কম সময়ের মধ্যে নতুন জার্সি তৈরি করে তা বিশ্বব্যাপী সরবরাহ করা সম্ভব নয় । অপেক্ষা করতে হবে । কিন্তু, অপেক্ষা করার সময়ই যে আর নেই !
উল্লেখ্য, মেসি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে । ক্রোয়েশিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই নিয়েই নব্বই মিনিটে মাতিয়ে দিয়েছিলেন লুসাইল স্টেডিয়াম। প্রায় ৪০ গজ দৌড়ে মনে করিয়েছিলেন মারাদোনাকে। কিন্তু খেলা শেষের পরেই লিও-পায়ে টান ধরে। তাই বাকিরা যখন ফাইনালে ওঠার উৎসবে মাতোয়ারা ছিলেন, তখন একা একাই মাঠ ছেড়েছিলেন মেসি। তাই ফাইনালের আগে উদ্বেগ খানিকটা বেড়েছে । তবে আর্জেন্টিনা শিবির থেকে আশ্বাসের ইঙ্গিত মিলেছে। দাবি করা হয়েছে, ম্যাচের আগে ফিট করে দেওয়া হবে মেসিকে। কারণ, মাঠের বাইরে থেকে নয়, জীবনের শেষ বিশ্বকাপে মাঠে নেমেই খেলবেন তিনি।