কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি। চলতি বছরের ডিসেম্বর মাসেই তাঁর আসার কথা রয়েছে। এর আগে ২০১১ সালে কলকাতায় পা রেখেছিলেন তিনি। সেসময় তিনি যুবভারতীতে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। এবার ইন্টার মিয়ামি দলের হয়ে আসতে পারেন তিনি।
কবে আসতে পারেন?
বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়ালের খবর অনুযায়ী, মেসিকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, ওঁর ক্লাবের সঙ্গে তাঁর কথা হয়েছে। মিয়ামি সেইসময় এশিয়া সফর করবে। বাংলাদেশ ছাড়াও কলকাতাতে ম্য়াচ খেলবে।
শুরু এবারই প্রথম নয়, এর আগেও মারাদোনা কাফু, রোনাল্ডিনহো, আর্জেন্তিনাকে কলকাতায় নিয়ে এসেছিলেন শতদ্রু। এর আগেও মেসিকে নিয়ে এসেছিলেন তিনি। ডিসেম্বরে কলকাতায় এলে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন মেসি।