বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিতে যাওয়ার আগে লিওনেল মেসির (Lionel Messi) গায়ে কালো রঙের বিশেষ আলখল্লা পরিয়ে দেন কাতারের রাজা। সেই আলখাল্লা এবার চড়া দামে কেনার ইচ্ছেপ্রকাশ করলেন এক আইনজীবী।
আহমেদ আল বারওয়ানি নামে ওই আইনজীবী টুইটারে পোস্ট করে জানান, মেসির থেকে ওই বিশত কেনার জন্য ১০ লক্ষ ডলার দিতে তিনি প্রস্তুত। ভারতীয় মুদ্রায় যার দাম ৮ কোটি ২৬ লক্ষ টাকা। সেটিকে তাঁর ব্যক্তিগত সংগ্রহালয়ে রাখতে চান তিনি। মেসির তরফে যদিও কোনও সাড়া পাওয়া যায়নি। তিনি ওই আলখাল্লা নিয়ে দেশে ফিরেছেন কিনা, তাও জানা নেই।
আরও পড়ুন: চলছে বিশ্বজুড়ে প্রার্থনা, হাসপাতালের বিছানায় শুয়ে পরিবারের সঙ্গ বড়দিন পালন পেলের
কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি, মেসিকে এই কালো রঙের পোশাক পরিয়ে দেন। যা দেশের কাছে বেশ সম্মানের। যদিও জার্সি ছাড়া অন্য কোনও পোশাক পরে বিশ্বকাপ ধরার নিয়ম নেই ফিফার। তাই এই নিয়ে বিতর্ক তৈরি হয়।