নিজের বুট জোড়া তুলে রাখবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যে দিনটির কথা হয়ত ভাবতেই পারেন না মেসি ভক্তরা। এবার সেই দিনটি সম্পর্কেই মুখ খুললেন লিও। জানালেন কবে ইতি টানবেন নিজের কেরিয়ারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে তাঁর অবসরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। আপাতত খেলা ছাড়ার ইচ্ছে নেই। তবে, যখন তাঁর মনে হবে তিনি আর পারফর্ম করতে পারছেন না কিংবা খেলাটা উপভোগ করতে পারছেন না তখনই বুঝবেন তাঁর আর খেলা উচিত নয়।
আরও পড়ুন - ভারত-পাক টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহী, জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
এছাড়াও লিও জানান, তিনি আত্মসমালোচক। বুঝতে পারেন কখন কী ভাবে খেলছেন, বয়স না দেখে বরং নিজের পারফর্মেন্স দেখে সিদ্ধান্ত নেবেন।