পোলান্ডকে হারানোর পর লিওনেল মেসিকে (Lionel Messi) দেখে অবাক ফুটবলবিশ্ব। তাঁর ওই রূপ এর আগে কখনও দেখা যায়নি। পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানোডস্কি (Robert Lewandoski) মেসিকে ডেকে হ্যান্ডশেক করতে যান। কিন্তু এড়িয়ে যান মেসি। পরে যদিও তাঁদের একসঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু লেভানোডস্কির সঙ্গে কী কথা হয়েছে, তা প্রকাশ্যে আনতে চান না লিওনেল মেসি।
ম্যাচের একদম শেষ মুহূর্তে বল পায়ে মেসির সঙ্গে বিবাদে জড়ান রবার্ট লেভানোডস্কি। মেসিকে ট্যাকেল করেন লেভানোডস্কি। পেনাল্টি মিস নিয়ে মেজাজ খারাপ ছিল মেসির। ম্যাচের পর পোলিশ তারকা অভিবাদন জানাতে এলে, মুখ ঘুরিয়ে নেন। কী কথা হয়েছিল! ব্রিটিশ সংবাদমাধ্যম দা মিররের (The Mirror) একটি প্রতিবেদনে জানা গিয়েছে, মেসি তা প্রকাশ্যে আনতে চাননি। জানিয়েছেন, মাঠে অনেক কিছু হয়, যা সামনে না আনাই ভালো।
আরও পড়ুন: তৈরি হল বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি, জায়গা পেলেন বাংলার অশোক মালহোত্রা
পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। এরপর যদিও ২-০ গোলে জেতে আর্জেন্টিনা (Argentina)।