বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে (World Cup Qualifiers) আর্জেন্টিনার (Argentina) হয়ে খেলবেন না লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি কোভিড থেকে উঠেছেন। তাই মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
এবছর কাতারে হবে ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup)। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। কিন্তু কোয়ালিফায়ার্সে আর্জেন্টিনাকে এখনও খেলতে হবে চিলি (Chile) ও কলোম্বিয়ার (Colombia) সঙ্গে। ২৭ জানুয়ারি আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, ১ ফেব্রুয়ারি প্রতিপক্ষ কলোম্বিয়া।
আরও পড়ুন: দুরন্ত লাল-হলুদ! নতুন কোচের হাত ধরে বছরের প্রথম জয় ইস্টবেঙ্গলের
প্যারিস সাঁ জাঁ (PSG) ক্লাব থেকে জাতীয় শিবিরে ডাক পাননি একমাত্র মেসি। তাঁর দুই সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো প্যারেদেস আর্জেন্টিনার জাতীয় শিবিরে ২৭ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন। প্যারিস সাঁ জাঁ-তে আসার পর থেকে এখনও ১০টি ম্যাচে মাঠেই নামতে পারেননি মেসি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: বিরাটকে কড়া শাস্তি, বোর্ড সভাপতি সৌরভকে আটকে ছিলেন সচিব জয় শাহ