বিশ্বকাপ জয়ের আগেই শোনা গিয়েছিল, অবসর নেবেন লিওনেল মেসি। রবিবার ফাইনালই তাঁর শেষ ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে ইতিহাস তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয়ের পর মেসি সাফ জানিয়ে দেন, তিনি কোনও অবসরের কথা ভাবছেন না। দেশের জার্সিতে খেলে যেতে চান তিনি।
১৯৭৮, ১৯৮৬। ২০২২ বিশ্বকাপে দেশকে প্রথম চ্যাম্পিয়ন করার পর TyC স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে মেসি বলেন, "আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়েই খেলে যেতে চাই।"
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বজয়ে আজ স্কালোনিই কার্লোস বিলার্দো
এবার বিশ্বকাপে দেশের হয়ে ৭টি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন মেসি। ২০১৪ সালের পর ফের গোল্ডেন বল জিতে তৈরি করেছেন ইতিহাস। দেশের হয়ে পঞ্চম বিশ্বকাপ খেলার পর স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। এবার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভেঙে ফেলেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবথেকে বেশি গোল মেসিরই। এখনও পর্যন্ত বিশ্বকাপে ১৩ গোল করেছেন মেসি।