দিয়োস। D10S। স্প্যানিশ শব্দটির অর্থ ঈশ্বর। আর্জেন্টিনার ফুটবলে যা বলা হত দিয়েগো মারাদোনাকেই। কিংবদন্তির মৃত্যুর ২ বছরের মধ্যে ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার নতুন 'দিয়োস', লিওনেল মেসি। মারাদোনাকে ছুঁলেন। শুভেচ্ছা পেলেন ফুটবল সম্রাট পেলের। আর মেসির বিশ্বজয়ের মুহূর্তকে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। শুভেচ্ছা জানালেন সতীর্থ, প্রাক্তন কিংবদন্তিরাও। শুভেচ্ছা জানালেন, মেসির স্ত্রী অ্য়ান্তোনেলাও।
আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরই মেসিকে সবার প্রথম শুভেচ্ছা জানালেন নেইমার। লিখলেন, "একজনই আছেন।" মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল সম্রাট পেলে। তিনি জানান, "বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার ছিলেন মেসি।" আর্জেন্টিনার পতাকাও শেয়ার করলেন নেইমার।
আরও পড়ুন: কালো জোব্বায় হাতে বিশ্বকাপ, কাতারের মনে শুধু মেসিই, আপ্লুত ফুটবল দুনিয়া
রবিবার রাতে আর্জেন্টিনার জয়ের পর মেসির শহর রোজারিও তখন উৎসবের মেজাজে।শুভেচ্ছা জানিয়েছেন এক সময়ের সতীর্থ কুন অ্যাগুয়েরো। মেসিকে শুভেচ্ছা জানালেন কিংবদন্তি গ্যারি লিনেকার। শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও।