মারাদোনাকে (Maradona) আগেই পেরিয়েছেন। এবার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁলেন লিওনেল মেসি (Lionel Messi)। নেদারল্য়ান্ডসের (Netherlands) বিরুদ্ধে ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এই নজির স্পর্শ করলেন তিনি। এবার বিশ্বকাপে এটি ৪ নম্বর গোল মেসির।
১৯৯৪-২০০২। তিনটি বিশ্বকাপে বাতিস্তুতা (Batistuta) আর্জেন্টিনার (Argentina) হয়ে ১০টি গোল করেন। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড তাঁরই। গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল মিস করে আফশোস করেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ম্যাচে সেই ভুল করলেন না। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করলেন। আর্জেন্টিনার হয়ে ১৭০টি ম্যাচ খেলে ৯৫তম গোল করে ফেললেন মেসি।
আরও পড়ুন: বিশ্বজয়ের স্বপ্ন ধাক্কা খেল বারপোস্টে, বিদায় ব্রাজিল, বিশ্বকাপ সেমিতে ক্রোটরা
এবার সেমিফাইনাল। ৮ বছর আগে ফাইনালে মারাকানার সেই রাতের স্মৃতি এখনও টাটকা। কাতারে হারের হতাশা ভুলে বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু আর্জেন্টিনার সমর্থকদের।