বিশ্বকাপের পর বুধবার মাঠে নামতে চলেছে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ (PSG)। কিন্তু সেই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি (Lionel Messi)। নতুন বছরে ক্লাবে যোগ দেবেন তিনি। ক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে তাঁকে।
বুধবার স্ট্রাসবার্গের বিরুদ্ধে নামবে পিএসজি। ক্লাবের ম্যানেজার ক্রিস্টোফ গালটিয়ে জানান, বিশ্বকাপের আনন্দ উদযাপনের জন্য মেসি আর্জেন্টিনায় আছে। ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে তাঁকে। মেসি না থাকলেও মাঠে নামতে তৈরি কিলিয়ান এমবাপে ও দলের বাকি সদস্যরা।
আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত, জানালেন ক্রীড়ামন্ত্রী
২-৩ জানুয়ারি ক্লাবের সঙ্গে যোগ দেবেন মেসি। আরও দু সপ্তাহ পর ম্যাচ ফিট হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ ফাইনালে মেসি বনাম এমবাপের লড়াই নিয়ে প্রচুর চর্চা চলেছে। ক্লাবের ম্যানেজার গালটিয়ে জানান, বিশ্বকাপ হারার পর হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু কীভাবে তা কাটিয়ে উঠতে হয়, ও জানেন। মেসিকে শুভেচ্ছা জানাতে কোনও বাধা নেই ওর। এটা ক্লাবের ভাল দিক।