বিশ্বজয়ী আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির কাছে অদ্ভুত আবদার করে বসলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। লিওকে তিনি ২০৩৪ সালে বিশ্বকাপ খেলার আর্জি জানালেন। যদিও বাস্তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সেই সময় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির বয়স হবে ৪৭ বছর।
জিয়ান্নি ইনফ্যান্টিনোর কথায়, তিনি আশা করেন মেসি আগামী বিশ্বকাপে তো বটেই, এমনকি ২০৩৪ সালেও যদি বিশ্বকাপ খেলেন তাহলে এর চেয়ে ভাল কিছু হবে না। যদিও ফিফা প্রেসিডেন্ট যে নিছকই রসিকতার সঙ্গে এই কথাটি বলেছেন তা তিনি নিজেও জানেন। কারণ সেই সময়ে ৪৭ বছর বয়সী লিওনেল মেসির পক্ষে দেশের হয়ে খেলা এক প্রকার অসম্ভব।
আরও পড়ুন - মায়ানগরী মুম্বইয়ে আজ মহিলা আইপিএলের নিলাম, নজরে কারা ?
২০২২ সালএ বিশ্বকাপ জেতার পর থেকেই মেসিকে আগামী বিশ্বকাপেও দেশের জার্সিতে দেখার আবদার করেছিলেন তাঁর অনুরাগীরা, কিন্তু এবার তাঁর অনুরাগীদের ইচ্ছেকেও যেন ছাপিয়ে গেলেন ফিফা প্রেসিডেন্ট।