একটি ম্যাচ, ২২টি ফুটবলার। দুজন ম্যানেজারকে সেরা ১১জনকে বেছে নিতে হবে। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা সব মেপে, বদলাতে হবে ফুটবলার। নতুন ইতিহাস তৈরি করার প্রাক-মুহূর্ত। দুই দেশের কাছেই তৃতীয়বার বিশ্বজয়ের সুযোগ। তাই কোনও ভুল করতে চাইছেন না লিওনেল স্কালোনি ও দিদিয়ের দেশঁ।
কাতার বিশ্বকাপে প্রথম থেকেই অনেক প্রতিকূলতা। সব কিছু পেরিয়ে টিমকে ফাইনালে তোলার পর দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। প্রথমবার টিমের দায়িত্ব নিয়েই মেসিদের ফাইনালে নিয়ে গিয়েছেন লিওনেল স্কালোনি। খুব কঠিন সময় আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন। মেসির সঙ্গে বন্ধুত্বও বেশ ভাল। ১৯৭৮ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন সেসার লুই মেনতি। ১৯৮৬ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন কার্লোস বিলার্দো। মেসির জন্য দেশকে তৃতীয়বার বিশ্বকাপ এনে দেওয়ার ঠিক এক ধাপ আগে দাঁড়িয়ে আছেন স্কালানি।
আরও পড়ুন: মেসি ও এমবাপে, বিশ্বকাপ ফাইনালে দুই মহাতারকার প্রতিভার লড়াই প্রাপ্তি ফুটবলপ্রেমীদের
চার বছর আগে দেশকে দ্বিতীয়বার বিশ্বকাপ এনে দেন দিদিয়ের দেশঁ। ফুটবলবিশ্বে তিনিই প্রথম ব্যক্তি, যিনি ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতেন। কোচ হিসেবেও দেশকে বিশ্বকাপ জেতান। ১৯৯৮, ২০১৮। এবার ২০২২। আর্জেন্টিনার বিরুদ্ধে কাপ জয়ের জন্য কী স্ট্র্যাটেজি নেবেন কোচ দিদিয়ের দেশঁ। কেউ জানেন না। তবে আর্জেন্টিনার নতুন কোচ স্কোলানির বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে নিজের রেকর্ডই নিজে ভাঙতে চান দেশঁ।