দেশের বর্ষসেরা ফুটবলার হলেন লিস্টন কোলাসো (Liston Colaco)। বুধবার কলকাতায় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। তাঁর হাতেই সেরার শিরোপা তুলে দেওয়া হয়। লিস্টনের পাশাপাশি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেলেন আকাশ মিশ্র (Akash Mishra)। সেরা বিদেশি ফুটবলারের সম্মান পেলেন বার্তোলোমিউ ওগবেচে। গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে সর্বোচ্চ গোল করেন তিনি। আইএসএলও জেতে হায়দরাবাদ। সেরা কোচের সম্মান পেলেন স্প্যানিশ মানোলো মার্কেজ।
এবার প্রথম মহিলা ফুটবলারদেরও সম্মান জানাল FPAI। বর্ষসেরা মহিলা ফুটবলার হলেন অঞ্জু তামাং। তরুণ ফুটবলার হিসেবে সম্মান পেলেন মনীষা কল্যাণ। প্রাক্তন ফুটবলারদের মধ্যে বিশেষ সম্মান পেলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় ও জামশেদ নাসিরি।
আরও পড়ুন: শুক্রবার রাজকোটে চতুর্থ T20, সিরিজে সমতা ফেরাতে নামবে টিম ইন্ডিয়া
এদিন ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ফুটবলাররা। উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের তারকারাও। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, সন্দীপ নন্দী, দীপক, নবি, জেজে, প্রীতম কোটাল, রেনেডি সিং। সুনীল ছেত্রীর পর দেশের ফুটবলের ভবিষ্যৎ কী হবে! এই প্রশ্নের একমাত্র জবাব লিস্টন কোলাসো। এবার এটিকে টিমে দারুণ পারফরম্যান্স করেছেন। দেশের পরবর্তী গোলমেশিন যে তিনিই, এদিনের পুরস্কারে তা অনেকাংশে স্পষ্ট হয়ে গেল।