গোল পেলেন মহম্মদ সালাহ ও সাদিও মানে। দুই তারকার গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে হারাল লিভারপুল। পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল জার্গেন ক্লপের টিম। এক নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
এদিন ম্যাচে প্রথম ১৫ মিনিটের মাথায় গোল পায় লিভারপুল। পেনাল্টি থেকে টিমকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সালাহ। ৩০ মিনিটে টিমের হয়ে গোল করেন জোয়েল মারিও। ঠিক তার পাঁচ মিনিট পর স্পট কিক থেকে টিমকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সালাহ। আর ম্যাচে ফিরতে পারেনি লিডস ইউনাইটেড।
আরও পড়ুন: 'বিরাট কোহলি সুপার হিউম্যান', মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা শেন ওয়াটসনের
ম্যাচের দ্বিতীয়ার্ধে লিভারপুলের ডিফেন্স লাইন আপ ভাঙতে পারেনি লিডস ইউনাইটেড। কোনও সুযোগই তৈরি করতে পারেনি টিম। ৮০ ও ৯০ মিনিটে টিমের হয়ে গোল করেন সাদিও মানে। ইনজুরি টাইমে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে লিভারপুলের হয়ে শেষ গোল করেন ভার্জিল ভ্যানডিক।