আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার পর কেটে গিয়েছে তিন মাস। এবার বিশ্বকাপের দল নিয়েই আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে মাঠে নামছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বার মাঠে নামবেন মেসিরা। আর এই ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করার জন্য উদগ্রীব লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীরা।
জানা গিয়েছে, ম্যাচের টিকিট রয়েছে ৬৩ হাজার। আর ২৩ মার্চের ম্যাচের টিকিট পাওয়ার জন্য আবেদন করেছেন ১৫ লক্ষ ফুটবলপ্রেমী। যা সামলাতে কার্যত হিমসিম খাচ্ছেন ফুটবল কর্তারা।
তবে, একটি নয় ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবেন মেসিরা। প্রথম ম্যাচ ২৩ মার্চ পানামার বিরুদ্ধে। তার পাঁচ দিন পর ২৮ মার্চ আর্জেন্টিনার দ্বিতীয় খেলা কুরাকাওয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচের টিকিট পাওয়ার জন্যও হুড়োহুড়ি পড়ে গিয়েছে।
আরও পড়ুন - বিশ্বজয়ী আর্জেন্টিনা, মেসিদের নামে মাকড়সার নতুন প্রজাতির নামকরণ বিজ্ঞানীদের