চলছে বিশ্বকাপের মহারণ। আর এই ফুটবল জ্বরে কাবু সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলেই। এবার বিশ্বকাপের টানেই কাতার উড়ে গেলেন মদন মিত্র। বৃহস্পতিবার কাকভোরেই বিমান ধরলেন কামারহাটির 'কালারফুল' বিধায়ক। মদন মিত্রকে শুভেচ্ছা জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন তাঁর অসংখ্য অনুগামী।
ব্রাজিল-ভক্ত এই মানুষটি প্রিয় দেশের একটি পতাকা নিয়ে গিয়েছেন কাতারে। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আপাতত বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি দেখবেন বলেই খবর। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে কাটিয়ে ৩০ তারিখ ভোরের বিমান ধরার কথা মদনের। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচই নয়। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দেখতে ফের মরুদেশে উড়ে যেতে পারেন এই তৃণমূল বিধায়ক। সেক্ষেত্রে মদন মিত্র আবার ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারেন কাতারে।
আরও পড়ুন- Egg Export To qatar: ডিমেই মুখরক্ষা,ভারতের থেকে আমদানি দ্বিগুণ করল কাতার , বাড়তে পারে ডিমের দাম
উল্লেখ্য, বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝেই মদনের কাতার-ভ্রমণ নিয়ে অসন্তুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, কোনওভাবেই ২৩ তারিখের আগে শহর ছাড়া যাবে না। ফলে ১৮ থেকে ২৩ নভেম্বর দলের নির্দেশে বিধানসভার শীতকালীন অধিবেশনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করেন মদন মিত্র। এরপর ২৪ নভেম্বর ভোরের বিমানেই কাতার উড়ে যান মদন।