সাফ কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ঝামেলায় জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। এবার সেই ঝামেলা প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সহকারী কোচ মহেশ গাউলি। স্তিমাচ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর মহেশ ছিলেন ভারতের কোচ।
মহেশ স্বীকার করে নিয়েছেন, স্তিমাচের দোষ ছিল। ওভাবে মাথাগরম করা উচিত হয়নি বলেও জানিয়েছেন তিনি। খেলা ভারতের পক্ষে ছিল। ওদের ফুটবলারের সঙ্গে বিবাদে জড়ানোর দরকার ছিল না। তবে মহেশ গাউলির মতে, ইগর স্তিমাচকে লাল কার্ড দেখানো একটু বাড়াবাড়ি। হলুদ কার্ড দেখালেও হত।
আরও পড়ুন: সুনীলের হ্যাটট্রিক, পাকিস্তানকে ৪-০ ব্যবধানে দুরমুশ ভারতের
পাকিস্তানকে হারিয়ে খুশি ম্যাচের নায়ক সুনীল ছেত্রীও। তিনি বলেন, এই পরিবেশে খেলা সহজ ছিল না। নিজেদের সেরা দিয়ে খেলেছেন দলের ফুটবলাররা। সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি।