ইস্টবেঙ্গল ক্লাবে রাজা সুরেশ চন্দ্র মেমোরিয়ালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীকে গোটা ক্লাব পরিদর্শন করালেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। ছিলেন নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামি গোষ্ঠীর কর্ণধারও। এদিন মঞ্চ থেকে রাজ্যে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগে মোহনবাগান ক্লাবেও যান মুখ্যমন্ত্রী। মোহনবাগানের তাঁবুর উদ্বোধন করেন তিনি। এদিন ইস্টবেঙ্গল মাঠ থেকে তিনি বলেন, "যারা লড়াই করে, তাদের স্যালুট করি। মানসিক শক্তি বাড়াতে হবে। প্রথমে আত্মবিশ্বাস বাড়াতে হবে। ইস্টবেঙ্গলের সংগ্রহশালা দেখেছি। এটা বিশ্বের সেরা আর্কাইভ। আমি মনে করি, সিএবি সহ সব ক্লাবের করা উচিত। মোহনবাগান ও ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। আমি চাই মহামেডান খেলুক।" এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ও মহামেডানকে ৫০ লক্ষ টাকা করে সংস্করণের অনুদান ঘোষণা করলেন।
ইমামি গ্রুপ নিয়েও এদিন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, আগামী কয়েকবছরও ইস্টবেঙ্গলকে বিনিয়োগ নিয়ে ভাবতে হবে না। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু ও মনোজ তিওয়ারি। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।