আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগানতে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ম্যাচ শেষ হতেই টুইট করে শুভেচ্ছা বার্তা দেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবারই আইএসএলের ট্রফি নিয়ে কলকাতায় ফিরছেন সবুজ-মেরুন ফুটবলাররা। গোয়ায় ক্লাব মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেই আছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে, প্রাক্তনদের মতে গোয়ার মাঠে ফাইনালে সবুজ-মেরুনের এমবাপে হয়ে উঠলেন দিমিত্রি পেত্রাতোস। আর হিমাচলের ছেলে বিশাল কায়েথের মধ্যে বাংলার প্রয়াত গোলকিপার শিবাজী বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পারছেন অনেক প্রাক্তনই।
কেমন হল ফাইনাল ? তার বিশ্লেষণ করতে গিয়ে অনেক প্রাক্তনই মনে করছেন, এটিকে-মোহনবাগানে স্কোরার নেই, সেই মিথ এদিন গোয়ার মাঠে ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের স্কোয়াডের থাকা দিমিত্রি পেত্রাতোস। এক ম্যাচে পেনাল্টি থেকে তিনটি গোল করলেন। মনভীর, লিস্টনকে গোল করানোর চেষ্টা করেছিলেন। আর বিশাল সম্পর্কে প্রাক্তনদের অভিমত, কেন বিশাল এই টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস জয়ী, তা ফাইনালেও প্রমাণ করলেন। টুর্নামেন্টের শুরু থেকে শেষ হিমাচলের এই ছেলেটা নিজের হাতে সবুজ-মেরুনকে ট্রফি এনে দিলেন।
এটাই কী তাহলে ভারত অধিনায়ক ও বেঙ্গালুরুর নায়ক সুনীল ছেত্রীর শেষ আইএসএল হয়ে রইল ? বেঙ্গালুরু শিবির থেকে সরাসরি কিছু না বললেও, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে। কারণ, ইগর স্তিমাচও মনে করছেন, এটাই হয়তো শেষ মরশুম হতে চলেছে সুনীলের।