সুভাষ ভৌমিকের (Subhash Bhowmick) প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান । শোকস্তদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । প্রাক্তন ফুটবলারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তিনি ।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল ৭৩ বছর । সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ।'
তিনি আরও বলেন, '১৯৭০ সালে এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ ছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল দলের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল ।'
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas) শোকপ্রকাশ করেছেন । এদিন তিনি প্রয়াত ফুটবলারের বাড়িতে যান । পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন । সেখানে তিনি জানিয়েছেন, সুভাষের মরদেহ ময়দানের কোথাও নিয়ে যাওয়া হবে না । শনিবার নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে । তাই হাসপাতাল থেকে সরাসরি নিমতলাতেই নিয়ে যাওয়া হচ্ছে তাঁর মরদেহ । কোভিডবিধি মেনে পরিবারের তরফে পাঁচজন উপস্থিত থাকতে পারবেন ।
অরূপ বিশ্বাসের আক্ষেপ, "তাঁর ভবিষ্যৎ চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা করেই রেখেছিলাম । কিন্তু, কোনও কিছুরই সুযোগ দিলেন না ।”
২৩ বছর আগে বাইপাস সার্জারিও হয়েছিল তাঁর । দীর্ঘ দিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন । তিন মাস ধরে ডায়ালিসিসও চলছিল তাঁর । শেষে বুকে সংক্রমণ নিয়ে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন একবালপুরের একটি নার্সিংহোমে । অবশেষে শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক ।