বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত রবিবার কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতেন মেসিরা। সাত দিন কেটে গেল আর্জেন্টিনার জয়ের উৎসব। কিন্তু আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতবে, সাত বছর আগে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন জোসে মিগুয়েল পলানকো বলে এক যুবক। আর্জেন্টিনা জেতার পর তাঁর সাত বছরের পুরনো টুইটটি ভাইরাল হয়ে যায়।
টুইটে মিগুয়েল লিখেছিলেন, "১৮ ডিসেম্বর, ২০২২। ৩৪ বছরের লিওনেল মেসি বিশ্বকাপ জিতবে। বিশ্বের সেরা ফুটবলার হবেন। সাত বছর পর মিলিয়ে নেবেন।" এই টুইট নিয়েই চর্চা শুরু। নেটিজেনদের মধ্যে কেউ জানিয়েছেন, দারুণ ভবিষ্যদ্বাণী। ওই দিনই যে ঘটনাটি ঘটবে, তা কী করে জানলেন। তার উত্তরে একজন টুইট করেন, ততদিনে কাতার বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ্যে এসে গিয়েছিল। তাই এমনটা বলতে পেরেছেন তিনি।
টুইট ভাইরাল হওয়ার পর একটি ছবিও শেয়ার করেন মিগুয়েল। তিনি জানান, বিশ্বকাপ দেখতে কাতারেই ছিলেন তিনি। রবিবার ফ্রান্সকে ৪-২ গোলে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।