লন্ডন ডার্বিতে (London Derby) তুলকালাম। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL 2022) নেমেছিল চেলসি ও টটেনহ্যাম। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই টিমের ম্যানেজার আন্তেনিও কন্তে ও টমাস ও টুচেল। চলল কটূকথাও। ম্যাচ শেষে লাল কার্ড দেখলেন দুই ম্যানেজার।
প্রথমার্ধে কালিদু কুলিবালির গোলে ১-০ গোলে এগিয়ে ছিল চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে সমতা ফেরায় টটেনহ্যাম। গোল করেন পিয়ের এমিল হইবিয়া। গোলের পরই টুচেল ও কন্তের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। বিষয়টি সামাল দেয় টিমের বাকি সদস্যরা। ৭৭ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন রিস জেমস। সঙ্গে সঙ্গে কন্তের সামনে গিয়ে হুঙ্কার ছাড়তে থাকেন চেলসির ম্যানেজার কুচেল। অতিরিক্ত সময় সমতা ফেরায় টটেনহ্যামের তারকা হ্যারি কেন। ম্যাচ ড্র হয়ে শেষ হয়।
আরও পড়ুন: এটিকে ছেড়ে বেঙ্গালুরু এফসি টিমে যোগ তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের
ম্যাচ শেষের পর হাত মেলানোর সময়ও দুই ম্যানেজারের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। উত্তেজিত হয়ে পড়েন দুজনেই। দুই ম্যানেজারকেই লাল কার্ড দেখান রেফারি।