উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি ( Manchester City)। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির সঙ্গে ড্র করল পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু প্রথম লেগে ৫-০ গোলে জিতেছিল তারা।
সেকেন্ড লেগে দলে অনেকগুলি পরিবর্তন করেছিলেন পেপ। তা সত্ত্বেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল সিটি৷ যদিও গোল হয়নি।
আরও পড়ুন : PSG Vs Real Madrid: করিম বেঞ্জেমার হ্যাট্রিক, মেসিদের উড়িয়ে দিল রিয়েল মাদ্রিদ
রহিম স্টার্লিং গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একটুর জন্য গোল হয়নি।
সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস দ্বিতীয়ার্ধে গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়।